প্রয়াত ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর কথা আর সুরে উনিশ বছর আগে তৈরি হয়েছিল একটি দেশের গান। বাচ্চুর পরিকল্পনা ছিল, গানটিতে কণ্ঠ দেবেন সংগীত শিল্পী রফিকুল আলম। কিন্তু ২০১৮ সালে বাচ্চুর প্রয়াণে থেমে যায় গানটির কাজ। ছয় বছর পর মঙ্গলবার স্বাধীনতা দিবসে আলোর মুখ দেখেছে ‘স্বাধীনতা’ শিরোনামের গানটি। বাচ্চুর ইচ্ছের প্রতি সম্মান জানিয়ে গানটি গেয়েছেন রফিকুল আলম। শিল্পী রফিকুল আর বাচ্চুর পদচারণা সংগীতের দুই ঘরানায়। রফিকুলকে দর্শকরা পেয়েছেন আধুনিক গানে। আর বাচ্চু মানেই রক গান। কিছুটা রক ধাঁচের সুরে গাওয়া ‘স্বাধীনতা’ গানে বাচ্চু ও রফিকুল আলমকে পাওয়া গেল একসঙ্গে। নতুন করে এ গানের সংগীতায়োজন করেছেন রফিকুলে ছেলে ফারশিদ আলম। বাবার সঙ্গে এটাই তার প্রথম কাজ।
Published : 27 Mar 2024, 10:16 AM