কর্মসূচি থেকে কোটা প্রথার যৌক্তিক সংস্কারের দাবি জানান তারা।
Published : 18 Jul 2024, 04:36 PM
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনে নামা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।
স্থানীয় সময় বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে ‘শিক্ষার্থী নিপীড়ন’ বন্ধ ও কোটা প্রথার যৌক্তিক সংস্কারের দাবি জানান তারা।
বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন বাংলাদেশি শিক্ষার্থীরা। তারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন।
কর্মসূচিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বিবৃতি পড়েন সংগঠনের সভাপতি জায়িদ ইবন মাহমুদ।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, কোটা প্রথার একটি যুগোপযোগী সংস্কার সারা দেশের শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনে নেমে শিক্ষার্থীরা নৃশংসভাবে হামলার শিকার হয়েছেন। এরই মাঝে এই হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।
“আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্ব শিক্ষার্থীদের উপর এই হামলার বিচার দাবি করছি এবং কোটা প্রথার যৌক্তিক সংস্কারের দাবি জানাচ্ছি।”
বিবৃতি পড়া শেষে নিহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ প্রায় ৫০ জন বাংলাদেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।