সংগঠনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা থেকে ২০২৩-২৪ সালের জন্য এ কমিটি গঠন করেন তারা।
Published : 07 Jun 2023, 02:13 PM
নতুন কমিটি পেয়েছে পর্তুগালে বসবাসরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘পর্তুগাল বাংলা প্রেস ক্লাব’।
স্থানীয় সময় সোমবার লিসবনের একটি রেস্তোরাঁয় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা থেকে ২০২৩-২৪ সালের জন্য এ কমিটি গঠন করেন তারা।
এতে সভাপতি পদে রাসেল আহম্মেদ, সাধারণ সম্পাদক পদে শহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক পদে শাহ মোহাম্মদ তানভীর নির্বাচিত হন। পরে সবার মতামত ও পরামর্শে ১৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সদ্য সাবেক সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী।
সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন বেলাল আহমেদ, কার্যকরি কমিটির সদস্য ফরিদ আহমেদ পাটোয়ারী ও রনি মোহাম্মদ, সিনিয়র সহ সভাপতি এফ আই রনি।
এছাড়া আরও যারা কমিটিতে পদ পেলেন- সহ সভাপতি আনোয়ার এইচ খান ফাহিম, অর্থ সম্পাদক জাহিদ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, এনামুল হক, মো. আবু সাঈদ, সহ সাংগঠনিক সম্পাদক সমীর দেবনাথ, প্রচার সম্পাদক মহি উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. হাসান কোরাইশী এবং সদস্য পদে শওকত ও রাহীব ফয়সাল।