নতুন প্রজন্মের মাঝে একাত্তরের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
Published : 24 Dec 2024, 12:24 PM
বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষ্যে ফ্রান্সের প্যারিসে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক সন্ধ্যা করেছে ‘প্যারিস বাংলা প্রেস ক্লাব’।
স্থানীয় সময় রোববার বিকালে প্যারিসের উপকণ্ঠ লা কর্নভের আইছা হলে ‘বিজয়ের ৫৪ বছরে বাংলাদেশ: প্রত্যাশা ও প্রাপ্তি’ শিরোনামে এ আয়োজন করেন তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ও যুগ্ম সম্পাদক আবু তাহের রাজুর যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনায়েত হোসেন সোহেল।
স্বাগত বক্তব্য দেন ক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি শাহাবুদ্দিন শুভ। শুভেচ্ছা বক্তব্য দেন সহ সভাপতি রাবেয়া আক্তার সুবর্ণা ও শিব্বির আহমদ।
একাত্তরের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌমত্ব পেলেও বিজয়ের ৫৪ বছরে ‘প্রত্যাশার চেয়ে প্রাপ্তি হতাশাজনক’ বলে মন্তব্য করেন বক্তারা। প্রবাসে জন্ম ও বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে একাত্তরের চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাঙালির কৃষ্টি ও সংস্কৃতি লালনের আহ্বান জানান তারা।
এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
শিল্পী আরশি চৌধুরীর বেহালার সুরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।