নিউ ইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় ঢুকে কর্মীকে গুলি

হামলাকারী এক যুবক এনিয়ে দ্বিতীয় বার হামলা চালাল বলে পুলিশ জানিয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2023, 07:47 PM
Updated : 4 June 2023, 07:47 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি এক রেস্তোরাঁয় এক দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন বাংলাদেশি এক কর্মচারী।

নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়ায় বৈশাখী রেস্টুরেন্টে শনিবার বিকালে ওই হামলা হয়। আহত কর্মীর নাম সাব্বির (৩৫)।

তিন দিনের ব্যবধানে এটি ছিল এই রেস্টুরেন্টে দ্বিতীয় হামলা। এর আগে বুধবার সন্ধ্যায় মুখোশধারী এক যুবক ক্রেতা সেজে বাংলাদেশি অধ্যুষিত ৩৬ এভিনিউ এবং ৩০ স্ট্রিটে অবস্থিত এই রেস্টুরেন্টে ঢুকে বেসবলের ব্যাট দিয়ে আক্রমণ করেন একজনকে।

সিসি ক্যামেরার ভিডিও দেখে পুলিশ জানিয়েছে, একই দুর্বৃত্ত শনিবার বিকাল সাড়ে ৩টার সময় রেস্তোরাঁয় ঢুকেই ব্যাগ থেকে পিস্তল বের করে ক্যাশিয়ার সাব্বিরের দিকে তাক করেন। সাব্বির কাচে ঘেরা ক্যাশবাক্সের ভেতরে থাকলেও রক্ষা পাননি। তার নিতম্বে গুলি লাগে। ঘটনার আকস্মিকতায় সবাই দ্রুত বেরিয়ে আত্মরক্ষা করে, পরে রক্তাক্ত সাব্বিরকে এলমহার্স্ট হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন যে, তার অবস্থা সংকটাপন্ন।

রেস্তোরাঁর মালিক জানান, দুর্বৃত্তটির হামলার সময় তিনি রান্নাঘরে ছিলেন। গুলি চালিয়ে সাব্বিরকে আহত করেই দ্রুত পালিয়ে যায় ওই যুবক।

৯ বছরের পুরনো এবং বাঙালিদের কাছে জনপ্রিয় এই রেস্তোরাঁয় শুরু থেকেই কাজ করছেন সাব্বির।

হামলাকারীর পরিচয় জানা না গেলেও পুলিশ বলছে, হামলাকারী এই রেস্তোরাঁ লক্ষ্য করেই দুইবার হামলা চালায়।

তবে সাব্বিরের সঙ্গে কখনও কোনো ক্রেতার বাক-বিতণ্ডার খবর হয়েছে মালিকের জানা নেই। নগদ অর্থ লুটের জন্যে এমন হামলা হয়েছে বলেও মনে করেন না তিনি।