আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে এ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ মিশন।
Published : 19 Dec 2024, 08:15 PM
মিয়ানমারে ৪ বাংলাদেশি শিক্ষার্থীকে ‘রাষ্ট্রদূত ভ্রমণ অনুদান’ দিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে বুধবার ইয়াঙ্গুনে প্রথমবারের মতো প্রবাসী শিক্ষার্থীদের এ অনুদান চালু করেন রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন।
মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন প্রজন্মের প্রবাসী নাগরিকদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ে জানানো এবং দু’দেশের মানুষের মাঝে সুসম্পর্ক বাড়াতে এ অনুদান কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা কাজে বাংলাদেশ অথবা মিয়ানমারের অভ্যন্তরে ভ্রমণ খরচ দেবে।
দিনটি উপলক্ষ্যে দূতাবাস মতবিনিময় সভার আয়োজন করে। এতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ, প্রবাসীদের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং অনুদান পাওয়া শিক্ষার্থীরা তাদের অনুভূতি জানান।
রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে একাত্তরের মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন।
সংযুক্ত আরব আমিরাত থেকে দণ্ডপ্রাপ্ত ১৮৮ জন বাংলাদেশিকে ফেরত আনা, যুদ্ধে আক্রান্ত লেবানন প্রবাসীদের সরকারি খরচে দেশে ফেরত আনা, ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ স্থাপনসহ প্রবাসীদের কল্যাণে দেশে ও বিদেশে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি।