২০২৫-২৬ মেয়াদে এ কমিটি ঘোষণা করেন তারা।
Published : 02 Feb 2025, 09:24 AM
নতুন কমিটি গঠন করেছে মালয়েশিয়ায় বসবাসরত দেশের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়া’।
২০২৫-২৬ মেয়াদে সভাপতি পদে আমিনুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম হিরন মনোনীত হয়েছেন। সিনিয়র সহ সভাপতি হয়েছেন রফিক আহমদ খান।
বৃহস্পতিবার বিকালে রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় সংগঠনের সাধারণ সভা থেকে এ কমিটি ঘোষণা করা হয়।
বিদায়ী সাধারণ সম্পাদক মো. আবদুল কাদেরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মোস্তফা ইমরান রাজু।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি কায়সার হামিদ হান্নান, সহ সভাপতি মোহাম্মদ আবদুল কাদের, সহ সভাপতি খন্দকার মোস্তাক রয়েল শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হক, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন জনি এবং প্রচার সম্পাদক শাহাব উদ্দিন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন: মোস্তফা ইমরান রাজু, ফরহাদ হোসেন, ফরিদ উদ্দিন গাজী, মাইনুল ইসলাম তুন ও বশির ইবনে জাফর।