ওই গ্রামগুলোতে প্রায় ১০ হাজার বাংলাদেশি কৃষিখাতে কাজ করছেন।
Published : 10 Dec 2024, 12:21 PM
গ্রিসে প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় বিভিন্ন সেবা পৌঁছে দিতে কাজ করেছে এথেন্সে বাংলাদেশ দূতাবাস।
এর অংশ হিসেবে শনি ও রোববার দুই দিনব্যাপী রাজধানী এথেন্স থেকে প্রায় তিনশ কিলোমিটার দূরে মানোলাদাসহ আশপাশের কয়েকটি গ্রামে বাংলাদেশি অভিবাসীদের সেবা দিয়েছেন তারা।
দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগমের তত্ত্বাবধানে সেখানে গণশুনানির আয়োজন করা হয়। কয়েকশ প্রবাসী তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে সমাধান দেন রাবেয়াসহ দূতাবাসের কর্মকর্তারা।
ওই গ্রামগুলোতে প্রায় ১০ হাজার বাংলাদেশি কৃষিখাতে কাজ করছেন। পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু, জন্মনিবন্ধন, বিশেষ আইনগত সেবা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হয় তাদের।
সেবা নিতে আসা বাংলাদেশি আব্দুল জলিল বলেন, “আমরা গ্রাম থেকে শহরে দূতাবাসে যেতে চাইলেও সম্ভব হয় না। যাতায়াত ব্যবস্থার তেমন একটা সুবিধা নেই। ৪/৫ জন মিলে একটি মাইক্রো ভাড়া করে যেতে হয়। প্রায় ৩০০ কিলোমিটার দূর, যেতে ৪/৫ ঘণ্টা সময় লেগে যায় এবং অনেক অর্থ খরচ হয়। দিনে দিনে গিয়ে আর ফিরে আসাও সম্ভব হয় না।”
এ অবস্থায় দূতাবাসের কর্মকর্তারা গ্রামে এসে প্রবাসীদের সেবা দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম বলেন, “মানোলাদায় বাংলাদেশিদের বড় একটি অংশ বসবাস করেন, তারা এথেন্সে যেতে হলে অনেক ভোগান্তিতে পড়েন। তাই আমরা তাদের ঘরের পাশে এসে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দিচ্ছি। গণশুনানির আয়োজন করে তাদের কথা শুনে সমাধান দিচ্ছি।”
বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে রাবেয়া বেগম আরও বলেন, “এ ধরনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা গ্রিসে বিভিন্ন স্থানে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় পর্যায়ক্রমে দেওয়া হবে।”