নিউ ইয়র্কে 'গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট' শুক্রবার
নিউইয়র্ক প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2022 03:54 PM BdST Updated: 05 May 2022 03:54 PM BdST
নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুক্রবার বসছে 'গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট'।
মুক্তিযুদ্ধের সমর্থনে একাত্তরের 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' এর ৫০ বছর পূর্তিতে একই স্থানে এ আয়োজন করা হয়েছে বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন।
দুই ঘণ্টার এই অনুষ্ঠানে মঞ্চে গাইবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা কাদেরী কিবরিয়া। এ ছাড়া ঢাকার ব্যান্ড চিরকুট এবং জার্মানির রক ব্যান্ড স্করপিয়ন্স অংশ নেবে এ কনসার্টে।
তবে 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' এর দুই উদ্যোক্তা জর্জ হ্যারিসন কিংবা পণ্ডিত রবিশংকরের পরিবারের কেউ সুবর্ণজয়ন্তীর এ আয়োজনে থাকছেন না।
বুধবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরে কনসার্টের আয়োজক ‘হাইটেক পার্ক কর্তৃপক্ষ’।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বলেন, বিশ্বের দরিদ্র দেশগুলোর শিশুদের জন্য সাইবার নিরাপত্তা সহায়তা তহবিল গঠনের উদ্দেশ্য নিয়ে এই কনসার্টে আয়োজন করতে বাংলাদেশ সরকার ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অনুষ্ঠানের একমাত্র মিডিয়া পার্টনার বিটিভি। এছাড়া দেশের সাত কোম্পানি ওয়ালটন, সিটি গ্রুপ, আবুল খায়ের স্টিল, ইউনাইটেড গ্রুপ, বিকাশ, দারাজ এবং এডিএন পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ এ আমন্ত্রণ না পাওয়ায় এর আগে অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রবাসী মুক্তিযোদ্ধারা। প্রবাসী মুক্তিযোদ্ধাদের সংগঠন ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার ভ্যাটেরানস’ গত মাসে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনও করে।
বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর আয়োজনে গাইবে স্করপিয়ন্স
‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ নিয়ে মুক্তিযোদ্ধাদের অসন্তোষ
এ প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে পলক বলেন, “নানাবিধ জটিলতায় কনসার্ট হচ্ছে কি হচ্ছে না এমন একটি পরিস্থিতিতে আমরা আবর্তিত হচ্ছিলাম। এমনকি ঢাকার শিল্পী গোষ্ঠি ‘চিরকুট’র সদস্যরাও দুদিন আগে ভিসা পেয়েছেন।
“কনসার্ট নিয়ে সীমাহীন নীরবতা কিংবা গোপনীয়তা অবলম্বন করায় প্রবাসীরা আগে কিছুই জানতে পারেননি।”
প্রতিমন্ত্রী বলেন, কনসার্টের জন্য বাংলাদেশ থেকে একাধিক মন্ত্রী, এমপি এবং বেশ কয়েকজন কর্মকর্তা এসেছেন, তবে সে সংখ্যা ২০ জনের বেশি হবে না।
আরো কয়েকজন ব্যক্তি 'নিজ খরচে' এসেছেন জানিয়ে তিনি বলেন, “এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।”
সংবাদ সম্মেলনে জানান হয়, প্রবাসে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাহিত্যিত, সাংবাদিক এবং আওয়ামী লীগের নেতারা কনসার্টের ফ্রি টিকিট পাচ্ছেন। ওই অডিটোরিয়ামের ১৪ হাজার আসনের বিপরীতে ৪ মে পর্যন্ত টিকিটি বিক্রি হয়েছে চার হাজারের মত।
প্রতিমন্ত্রী বলেন, টিকেট বিক্রির হিসাব পাওয়ার পর তহবিলের পরিমাণও সংবাদ সম্মেলন করে জানানো হবে।
নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মুনিরুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চাঁদপুর-২ এর এমপি নুরুল আমিন, সংসদ সদস্য অপরাজিতা হক, হাই টেক পার্ক কর্তৃপক্ষের এমডি বিকর্ণ কুমার ঘোষ বক্তব্য দেন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
-
বিমানবন্দরে হয়রানির লিখিত অভিযোগ জানানোর পরামর্শ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
-
মার্কিন প্রেসিডেন্টের সম্মাননা পেলেন ১২ প্রবাসী
-
প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা
-
বাহরাইনে শ্রমিকলীগের ফ্রি মেডিকেল ক্যাম্প
-
শারজায় প্রবাসী গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
-
ভিয়েনায় প্রবাসীদের বাংলা বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী
-
যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
-
নিউ ইয়র্ক বইমেলা: শহীদ কাদরী পুরস্কারের জন্য বই আহ্বান
-
বিমানবন্দরে হয়রানির লিখিত অভিযোগ জানানোর পরামর্শ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
-
মার্কিন প্রেসিডেন্টের সম্মাননা পেলেন ১২ প্রবাসী
-
বাহরাইনে শ্রমিকলীগের ফ্রি মেডিকেল ক্যাম্প
-
শারজায় প্রবাসী গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
-
ভিয়েনায় প্রবাসীদের বাংলা বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী
-
যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে