যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘মিট অ্যান্ড গ্রিট’ শিরোনামে সমাবেশ করেছে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ প্রবাসীদের সংগঠন ‘এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন’।
Published : 09 Aug 2021, 02:39 PM
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ম্যারিয়ট হোটেলের বলরুমে এতে প্রবাসের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারিরা অংশ নেন।
বিশ্বের ৩২ দেশের ১৫২ জন প্রবাসীকে এ যাবত ‘এনআরবি সিআইপি’ মর্যাদা দেওয়া হয়েছে। তাদের সমন্বয়ে গঠিত অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির সমাবেশে একক বক্তৃতা করেন।
বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “মহামারীতেও প্রবাসীরা ২৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। এর ফলে গত অর্থবছর বাংলাদেশের রিজার্ভ বেড়ে ৪৮ বিলিয়ন ডলার হয়েছে। মাতৃভূমিতে নিরাপদ বিনিয়োগের অন্যতম একটি অবলম্বন হচ্ছে ইনভেস্টমেন্ট বন্ড। এ খাতে ইতোপূর্বে প্রবাসীরা দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করেন। কিন্তু গত অর্থবছরে সেই বন্ডের পরিমান সীমিত করা হয়েছে। একজন প্রবাসী সর্বোচ্চ এক কোটি টাকার বন্ড ক্রয় করতে পারবেন। এর ফলে অনেকেই হতাশ হয়েছেন।”
মাহতাবুর রহমান নাসির
“রেমিট্যান্সের বিপরীতে শতকরা ৫ টাকা হারে বোনাসের দাবি রয়েছে। সে স্থলে মাত্র শতকরা দুই টাকা দেওয়া হচ্ছে। ৫ টাকা করে দেওয়া হলে বৈধপথে রেমিট্যান্সের মাত্রা রাতারাতি দ্বিগুণ হবে-তা আশা করা যায় অনায়াসে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আই-গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর আবুবকর হানিপ, ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, জহিরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, গিয়াস আহমেদ, শাহনেওয়াজ, আহসান হাবিব, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বেবী নাজনীন ও রানু নেওয়াজ।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা [email protected]। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |