সভাপতি রনি, সাধারণ সম্পাদক এনামুল
এক বছর মেয়াদে এ কমিটির সদস্যসংখ্যা ১৫।
Published : 16 Sep 2024, 01:14 PM
রনি মোহাম্মদকে সভাপতি এবং এনামুল হককে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব।
শনিবার দেশটির রাজধানী লিসবনের বাঙালি অধ্যুষিত মারতিম মনিজের একটি রেস্তোরাঁয় সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন তারা।
এক বছর মেয়াদে এ কমিটির সদস্যসংখ্যা ১৫।
কমিটির অপর সদস্যরা হলেন- সহ সভাপতি এস এম আজাদ, সহ সভাপতি মনির হোসাইন, সহ সভাপতি সমির দেবনাথ, যুগ্ম সম্পাদক আবুল হোসেন আসাদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন, অর্থ সম্পাদক জাহিদ কায়সার, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ এবং ক্রীড়া ও আন্তর্জাতিক সম্পাদক আর এ ইহসান।
নির্বাহী সদস্যরা হলেন- রাসেল আহম্মেদ, শহীদ আহমদ প্রিন্স ও শাহ মোহাম্মদ তানভীর।
বিদায়ী সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের পরিচালনায় সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে বলে সংগঠনটি জানায়।
২০২১ সালে প্রতিষ্ঠিত পর্তুগালের সরকারি নিবন্ধিত সংগঠন এ প্রেস ক্লাবে এর আগে তিন মেয়াদে কমিটি দায়িত্ব পালন করেছে। চতুর্থ কমিটির মেয়াদ শেষে দুই বছরের জন্য কমিটি গঠন করা হবে।