নিউ ইংল্যান্ডে ঢাবি প্রাক্তনদের ‘চা ও টা’

কামরুল হাসান শুভ্রের উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য দেন ডুয়ানির সাধারণ সম্পাদক মো. রওশন আলম।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2023, 03:54 AM
Updated : 6 Feb 2023, 03:54 AM

যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডে ‘চা ও টা’ শিরোনামে পুনর্মিলনী করেছে সেখানে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড’ (ডুয়ানি)।

২১ জানুয়ারি বিকেলে নিউ ইংল্যান্ডের গ্রেটার বস্টনের নর্থ রিডিং-এ এ আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কামরুল হাসান শুভ্রের উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য দেন ডুয়ানির সাধারণ সম্পাদক মো. রওশন আলম। তিনি তার বক্তব্যে ২০২২ সালে ডুয়ানির কার্যক্রমের পর্যালোচনা ও ২০২৩ সালে সংগঠনের পরিকল্পনা তুলে ধরেন।

মূল অনুষ্ঠানটি সাজানো ছিল তিনটি পর্বে- বস্টনসহ নিউ ইংল্যান্ডে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রদের ক্যাম্পাস স্মৃতিচারণ, ডুয়ানির জীবন সদস্যদের সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বস্টনে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দ ফয়সাল আরিফকে স্মরণ করেন প্রবাসীরা। 

ক্যাম্পাস স্মৃতিচারণে অংশ নেন একেএম রেজাউল করিম, আবদুল্লাহ শিবলি, বামন দাস, জামাল খান, মাহমুদ আখতার, মো. শরীফ আহমেদ, ফরিদুর রহমান মিলটন, শাহিদা রহমান, আরাফাত-ই-জাহান কস্তূরী, নাজদা আলম, কাজী এম নুরুজ্জামান ও শরিফুল ইসলাম শিপন।

পুনর্মিলনীতে আরও উপস্থিত ছিলেন ডুয়ানির ভাইস প্রেসিডেন্ট মো. নকীব উদ্দিন, পাবলিক কমিউনিটি ও এক্সটারনাল রিলেশন সেক্রেটারি মোস্তাফিজুর রহমান এবং সাংস্কৃতিক সম্পাদক ফৌজিয়া খানম শিল্পী।