সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন থেকে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
Published : 13 May 2024, 12:41 PM
মো. গুলজার খানকে সভাপতি ও মো. ছালেক মিয়াকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংগঠন ‘কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’।
৯১ সদস্যের এ আংশিক কমিটিতে মো: আব্দুল আহাদ সাংগঠনিক সম্পাদক এবং মো. মাসুক মিয়া অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার শারজায় বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলরুমে সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন থেকে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
আয়োজক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এম নাজমুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ সালেহ উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কাউন্সেলর ও দূতালয় প্রধান আশফাক হোসেইন।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাসির।
সম্মেলন উদ্বোধন করেন ‘সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, ইউএই’ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাইয়ের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানা, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি জি এম জায়গীরদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এনাম, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মেলন প্রস্তুতি কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছাদিকুর রহমান চৌধুরী, সাবেক উপদেষ্টা বদরুল ইসলাম, আব্দুল হামিদ বদরুল, আকলিম রাজা চৌধুরী এবং আবুল কালাম।