ত্যাগী, সাহসী এবং তরুণ নেতৃত্বের সমন্বয়ে কমিটি করা হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মুক্তিযোদ্ধা নান্নু আহমেদকে সভাপতি এবং মুজিবুল হককে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শাখা আওয়ামী লীগ।
সোমবার ঢাকা থেকে এ কমিটির অনুমোদন দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা থেকে ফ্লোরিডায় ফিরে মঙ্গলবার রাতে সংগঠনের নেতারা জানান, সামনের জাতীয় নির্বাচনে প্রবাসীদের করণীয় নিয়ে তারা গণভবনে মতবিনিময় করেছেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দেশবিরোধী তৎপরতায় লিপ্তদের’ ব্যাপারে প্রবাসীদের সজাগ থাকার আহ্বান জানান।
এসময় সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।
কমিটির অপর কর্মকর্তাদের তালিকা চূড়ান্ত করা হবে ফ্লোরিডায় বসবাসরত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমানের পরামর্শে।