এ আয়োজন করে দেশটিতে বাংলাদেশিদের সাংস্কৃতিক স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান ‘সংগীতাঙ্গন’।
Published : 13 Sep 2024, 12:02 AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ‘অ্যা ট্রিবিউট টু রেবেল পোয়েট’শিরোনামে সিঙ্গাপুরে সংগীত সন্ধ্যা করেছে ‘সংগীতাঙ্গন’।
৩১ অগাস্ট দেশটির সিফাস মিলানায়তনে এ অনুষ্ঠানটি দুই অংশে আয়োজন করে সাংস্কৃতিক স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানটি।
প্রথম অংশে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মের শিক্ষার্থী ও তাদের শিক্ষকরা যৌথ শাস্ত্রীয় সংগীতের পরিবেশন করেন।
অংশ নেন সংগীতাঙ্গনের সুর অলংকার বিভাগের শিক্ষার্থী স্নেহা বসু, পূরবী চক্রবর্তী, সৃষ্টি মল্লিক, মৃত্তিকা মজুমদার, তিথি সূত্রধর, অনরা চক্রবর্তী, আদিত্য সরকার ও অনন্ত কুমার সরকার I সঙ্গে ছিলেন সংগীতাঙ্গনের শিক্ষক অলিম্পন মুখার্জী, সোমদত্তা গোস্বামী ও মনজুরুল মান্নান I
দ্বিতীয় পর্বে এককভাবে সংগীত পরিবেশন করেন অস্ট্রেলিয়া প্রবাসী নজরুল কণ্ঠশিল্পী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক নিরুপমা রহমান। নিরুপমা রহমান একজন শিক্ষাবিদ, গবেষক ও নজরুল সংগীতশিল্পী।
অনুষ্ঠানে তবলায় সঙ্গত করেন তবলা নাওয়াজ রিত্তিক ঘোষাল I হারমোনিয়ামে সঙ্গত করছেন সংগীতাঙ্গনের শিক্ষক মনজুরুল মান্নান I
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শাহীন আমিনুল্লাহ I সহযোগিতায় ছিলেন সংগীতাঙ্গনের শিক্ষার্থী ও অভিভাবকরা I উপস্থিত ছিলেন শাহিদ হোসাইন খোকন, মুস্তাফিজুর রহমান, মশিউর রহমান, নাজমুল হক খান এবং সংগীতাঙ্গনে চেয়ারম্যান জাহানারা খান বেবী I
জাহানারা খান বেবী বলেন, “বাংলাদেশি নতুন প্রজন্মকে সংগীত শিক্ষা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখার পাশাপাশি অভিবাসীদের বিনোদনের জন্য সুস্থ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে ভালোবাসার স্থান তৈরি করে নিয়েছে সংগীতাঙ্গন।”