নিউ ইয়র্কে ঢাবির শতবর্ষ উদযাপন প্রস্তুতি

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত জানান আয়োজক সংগঠনের সভাপতি সাঈদা আকতার লিলি ও সাধারণ সম্পাদক গাজী শামসুদ্দিন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2022, 07:16 AM
Updated : 14 Nov 2022, 07:16 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’।

আসছে ২৬ নভেম্বর স্থানীয় সময় বিকেল তিনটা থেকে নিউ ইয়র্কের কুইন্সে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে অনুষ্ঠেয় এ উদযাপনের নানা কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত জানান আয়োজক সংগঠনের সভাপতি সাঈদা আকতার লিলি ও সাধারণ সম্পাদক গাজী শামসুদ্দিন।

তারা জানান, কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, স্মৃতিচারণ, বিষয়ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শতবর্ষ উদযাপনে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান।

বিশেষ অতিথির তালিকায় রয়েছেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ নিজামুল হক ভূইয়া, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ শিবলী, নিউ অর্লিন্স ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক মোস্তফা সরোয়ার, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মোল্লা মো. আবু কাওসার এবং টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম নাসিরউদ্দিন।