“বাজারে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে,” বলেন তিনি।
Published : 14 Feb 2024, 10:27 AM
দ্রব্যমূল্যের ঊর্ধগতির কারণে মানুষের পুষিটর ঘাটতি তৈরি হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
তিনি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, “দ্রব্যমূল্যের ঊর্ধগতির কারণে ভালো নেই দেশের মানুষ। মধ্য ও নিম্নবিত্ত পরিবারে হাহাকার উঠেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। কিছু দিন আগে কাঁচা মরিচের দাম এক হাজার টাকা হয়ে গিয়েছিল, পেঁয়াজের দাম সাড়ে তিনশ টাকা পর্যন্ত হয়েছিল।
“ডিমের ডজন দেড়শো থেকে দু’শ’ পর্যন্ত ওঠানামা করছে। বাজারে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। মাছ, মাংস ও দুধ খাওয়া ছেড়েই দিয়েছে সাধারণ মানুষ।”
বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সরকারকে জবাব দিতে হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি। তার ভাষ্যে, “সরকার অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের ভাঙতে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষ বুঝতে চায় সরকার কেন সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা মনে করছে, বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো পরিকল্পনা নেই।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)