যুবদল নেতা পলকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

পরিবারের সদস্যরা জানান, পলকে সাদা একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2023, 06:34 AM
Updated : 10 Nov 2023, 06:34 AM

জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি রেজাউল কবির পলকে গভীর রাতে গোয়েন্দা পুলিশ বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

বিএনপি সহদপ্তর সম্পাদক মুনির হোসেন শুক্রবার বেলা ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পলের পরিবার জানিয়েছে, রাত দেড়টার দিকে ধানমন্ডির বাসা থেকে সাদা পোশাকের পুলিশ সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে।”

পরিবারের সদস্যরা জানান, পলকে সাদা একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

রেজাউল কবির পল ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

পলকে বাসা থেকে তুলে নেওয়ার নিন্দা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “এভাবে গ্রেপ্তার করে বিএনপির নেতা-কর্মীদের স্তব্ধ করা যাবে না। পলকে তুলে নিয়ে গেছে গোয়েন্দারা। আমি অবিলম্বে পলকে জনসমক্ষে হাজির করে তার পরিবারের কাছে ফেরত দেয়ার আহ্বান জানাচ্ছি।”