Published : 02 Mar 2024, 07:39 PM
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলকে আহ্বায়ক করে ঢাকা মহানগর দক্ষিণের ১৫৩ সদস্যের নতুন কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় পার্টি।
শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশে এ কমিটি দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন- তারেক এ আদেল (মহানগর), এম এ সোবহান (মহানগর), ইব্রাহিম আজাদ (শাহবাগ), শাহজাহান (ধানমন্ডি), আবুল বাশার বাসু (খিলগাঁও), এম এ কাইউম (সবুজবাগ), আবুল কালাম আজাদ (সুত্রাপুর), শেখ নেয়ামত উল্লাহ নবু (শাহজাহানপুর), জুবের আলম খান রবিন (মতিঝিল), হাজী মো. মাসুম চৌধুরী (চকবাজার), মোহাম্মদ মাহবুবুর রহমান খসরু (মহানগর), হুমায়ুন কবির মজুমদার (পল্টন) ও আকতার হোসেন দেওয়ান (যাত্রাবাড়ী)।
এর আগে গত ১৯ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. তৈয়বুর রহমানকে আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিমকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তরের ২০৩ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেয় দলটি।