যুবদলের সাবেক সভাপতি নীরব ৩ দিনের রিমান্ডে

বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2023, 11:58 AM
Updated : 5 March 2023, 11:58 AM

জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

রোববার ঢাকার মহানগর হাকিম মোশারফ হোসেন এই আদেশ দেন বলে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মাহাবুবুর রহমান জানান।

শনিবার বিএনপির পদযাত্রা কর্মসুচির প্রস্তুতিকালে তেজগাঁও থেকে পুলিশ নীরবকে আটক করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ মামলা করে বলে আসামিপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান জানান।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহাবুবুর নীরবকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চান।

আসামিপক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান, নজরুল ইসলামসহ কয়েকজন আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে বাতিল জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।