জিএম কাদেরকে চাই, না হলে সংসদ বর্জন: জাপা

স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা জানিয়েছে দলটি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2022, 05:35 PM
Updated : 30 Oct 2022, 05:35 PM

রওশন এরশাদের বদলে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত দলটির সংসদ সদস্যরা আর অধিবেশনে যাবেন না।

বর্তমানে বিরোধীদলীয় উপনেতা কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে সংসদে স্পিকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকবেন তারা বলে সংসদীয় কমিটির সভায় সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এর আগে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের স্থলে সংসদে বিরোধীদলীয় নেতা করতে গত ৩ সেপ্টেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে প্রস্তাব করে  দলটি। কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত জানাননি স্পিকার।

রোববার শুরু একাদশ সংসদের ২০তম অধিবেশনে জাতীয় পার্টির সদস্যরা অংশ নেন। পরে বিকালে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে সংসদীয় পার্টির বৈঠক হয়।

জিএম কাদেরের সভাপতিত্বে এ সভায় ২৬ জন সংসদ সদস্যের মধ্যে ২১ জন উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে বিরোধীদলীয় নেতা হিসেবে (জিএম কাদেরকে) গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির সংসদ সদস্যরা সংসদে যাবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দলের মহাসচিব চুন্নু।

“দুই মাস ধরে স্পিকার কোনো সিদ্ধান্ত দেননি। গেজেট না হলে এখন আমরা কিভাবে যাব? সিদ্ধান্তটা দেওয়ার পরে আমরা সংসদে যাব। আমরা স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি,” যোগ করেন তিনি।

বেশ কিছু দিন থেকে রওশন এরশাদ ও মসিউর রহমান রাঙ্গাঁকে ঘিরে আলোচনায় রয়েছে জাতীয় পার্টি।

এরমধ্যে গত শুক্রবার বিরোধী দলীয় চিফ হুইপ পদে রাঙ্গাঁকে অব্যাহতি দেয় জাতীয় পার্টি। সেই চিঠিও স্পিকারের কাছে পাঠানো হয়েছে।

রোববার চলতি একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়েছে, যা চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন

Also Read: এবার বিরোধীদলীয় চিফ হুইপের পদও হারালেন রাঙ্গাঁ

Also Read: সংসদে জিএম কাদেরই আমাদের নেতা: চুন্নু

Also Read: জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকারকে চিঠি

Also Read: জাপায় সমঝোতা: চেয়ারম্যান জিএম কাদের, বিরোধী দলীয় নেতা রওশন