সন্ধ্যার পর দুর্বৃত্তদের দেওয়া আগুনে যখন বাসগুলো জ্বলছিল তখনও ঢাকার অনেক সড়কে ছিল তীব্র যানজট।
Published : 05 Nov 2023, 12:08 AM
অবরোধবিহীন দুই দিনে ঢাকার সড়কে ফিরে এসেছিল সেই পরিচিত যানজট। প্রয়োজনীয় কাজ সারতে অনেকেই বেড়িয়েছিলেন পথে; যানবাহনও চলেছে নির্বিঘ্নে। তবে বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা এ কর্মসূচির আগে সন্ধ্যা নামতেই আবারও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার রাজধানীর ঢাকার তিন স্থানে কাছাকাছি সময়ে তিনটি বাসে দেওয়া হয় আগুন; কয়েক ঘণ্টা ব্যবধানে আরও এক সড়কে জ্বলেছে বাস। অথচ এদিন বিকাল-সন্ধ্যায় মোড়ে মোড়ে গাড়িজটের মধ্যে অপেক্ষায় থাকতে হয়েছে রাজধানীবাসীকে। বাসের আগুন আতঙ্কের খবর ছড়াতে শুরু করলে আস্তে আস্তে খালি হতে থাকে সড়কগুলো।
এমন পরিস্থিতিতে রোববার সকাল ৬টা থেকে দেশব্যাপী বিএনপি-জামায়াত ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হতে যাচ্ছে। এর আগে প্রথম দফায় মঙ্গল থেকে বৃহস্পতিবার তিন দিনের টানা অবরোধ পালন করে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত এসব দল।
তাদের ডাকা প্রথম দফার অবরোধে পুড়েছিল ৩১টি যানবাহন। আগুনের সেই নাশকতার চেষ্টার মধ্যে দেশজুড়ে শহরে ও নগরে সীমিত আকারে চলাচল থাকলেও দূরপাল্লার বাস ছাড়েনি। ট্রেনের সূচি স্বাভাবিক থাকলেও যাত্রী কম থাকায় লঞ্চ ছেড়েছে কম।
দ্বিতীয় দফায় অবরোধের আগের দিন শনিবার বিকালে আগের কয়েক দিনের মতো অজ্ঞাতবাস থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তার দাবি, গত ২৪ ঘণ্টায় তাদের দলের ১৭৬ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন মামলায় ৫৭৫ জনের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলেও জানান তিনি। সহিংসতার বদলে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফলের কথা বলেছেন তিনি।
এদিকে ‘আগুন সন্ত্রাস’ চালিয়ে যারা গর্তে ঢুকেছে, তাদের বের করে এনে শায়েস্তা করার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান চৌধুরী বাবুর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন হুঁশিয়ারি দেন।
আগের রাতে ঢাকায় ৪ বাসে আগুন
শনিবার সন্ধ্যার পর যখন তিনটি বাস দুর্বৃত্তদের দেওয়া আগুনে জ্বলছিল তখনও ঢাকার অনেক সড়কে ছিল তীব্র যানজট।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টার পর স্বল্প দূরত্বের ব্যবধানে নিউ এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেওয়া হয়। পাঁচ মিনিট পর গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর কিছু সময় পর সায়েদাবাদ জনপদ মোড়ের কাছে ফ্লাইওভারের নিচে ৭টা ৫৫ মিনিটে আরেকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর রাত ১০ দিকে গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার খবর আসে।
অবরোধের এ রাজনৈতিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও থাকছেন মাঠে। অন্যান্য বাহিনীর সদস্যদেরে পাশাপাশি রেল, সড়ক ও নৌ পথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে ৬৫ হাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-ভিডিপি মোতায়েন করা হচ্ছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়। অবরোধকে ঘিরে 'অপারেশন সুরক্ষিত যাতায়াত’ নামে এসব আনসার ও ভিডিপির সদস্য মোতায়েন করা হচ্ছে।