“কথার মালা সাজিয়ে, প্রচার মাধ্যমকে ব্যবহার করে, ভয়ভীতি দেখিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি থেকে জনগণের কণ্ঠ স্তব্ধ করা যাবে না,” বলেন প্রিন্স।
Published : 28 Jan 2024, 09:49 AM
‘ভয়ভীতি-অপপ্রচারে’ ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি থেকে জনগণের কণ্ঠ স্তব্ধ করা যাবে না বলে হুঁশিয়ার করেছে বাম গণতান্ত্রিক জোট।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জোটের এক সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, অংশগ্রহনমূলক নির্বাচন হয়নি, অথচ ফলাফল ঘোষিত হয়েছে, সেই নির্বাচন নিয়ে তো প্রশ্ন থাকবেই।
“কথার মালা সাজিয়ে, প্রচার মাধ্যমকে ব্যবহার করে, ভয়ভীতি দেখিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি থেকে জনগণের কণ্ঠ স্তব্ধ করা যাবে না।”
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট এই সমাবেশ করে।
জোটের সমন্বয়ক, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা বলেন, “দেশের জনগণ আজ একদিকে অর্থনৈতিক সংকটে, অন্যদিকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। তার ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই।”
“আওয়ামী লীগের এই শাসনে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে দেশের বৃহৎ ব্যবসায়ীরা। তাদেরকে রক্ষার জন্য তারা যা যা করতে হয় সব করছে। এই অবস্থা থেকে উত্তরণে বাম গণতান্ত্রিক শক্তির আন্দোলনকে শক্তিশালী করতে হবে। আর চূড়ান্ত মুক্তি আসতে পারে সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে।”
মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম সবুজ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল বারী বক্তব্য দেন।
সমাবেশে থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। জানানো হয়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী রাজধানীর বিভিন্ন থানায় এবং সারা দেশের উপজেলাগুলোতে সমাবেশ করবে বাম জোট।
এছাড়া ৫ অক্টোবর ঢাকায় প্রেস ক্লাবের সামনে অবস্থান এবং ৮ থেকে ১৫ অক্টোবর জেলা ও বিভাগীয় শহরে পদযাত্রা ও সমাবেশ করবে তারা।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)