সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে ওঠার অপেক্ষায়, বলছেন বিএনপি নেতা।
Published : 21 Jan 2023, 03:37 PM
আওয়ামী লীগকে আন্দোলন করেই ক্ষমতা থেকে হটাতে হবে বলে মনে করেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, “এই স্বৈরাচার আপসে ক্ষমতা ছাড়বে, এমন কথা আমরা বিশ্বাস করি না। তৎকালীন পাকিস্তান আমলে কিন্তু এদেশের জনগণ গণঅভ্যুত্থান করে আইয়ুব খানের মতো স্বৈরশাসককে হটিয়েছে, এই বাংলাদেশে এরশাদের মতো স্বৈরাচারকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে ছাত্র-র গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটিয়েছে।”
শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বিএনপির সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবের আলোচনা সভায় একথা বলেন দলের স্থায়ী কমিটির এই সদস্য।
সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে ওঠার অপেক্ষায় রয়েছে দাবি করে মোশাররফ বলেন, “আমরা মনে করি, এখন সময়ের ব্যাপার মাত্র। এদেশের জনগণ জেগে উঠেছে। এই জনগণই কিন্তু জাগরণ সৃষ্টি করে, গণঅভ্যুত্থান সৃষ্টি করে এই সরকারের বিদায়ের ব্যবস্থা করবে।”
“এই সরকার যতই চাপাবাজি করুক না কেন, আর জনগণকে দাবিয়ে রাখতে পারবে না।”
প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “দেশের প্রধানমন্ত্রী বলেন, যখন আওয়ামী লীগ আসে তখন না কি গণতন্ত্রের সুবাতাস বয়, অথচ তাদের ঐতিহাসিক রেকর্ড হলো আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে বাকশাল করেছে।
“গণতন্ত্রের কথা বিএনপির মুখেই মানায়। বিএনপি এটার দাবিদার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।”
জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ শীর্ষক শিরোনামে ওই আলোচনা সভা হয়।
ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদের সভাপতিত্বে ডা. মো. ফখরুজ্জামান ও ডা. মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, ড্যাবের মহাসচিব ডা. আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, শহিদুর রহমান, জহিরুল ইসলাম শাকিল, বজলুল গণি ভুঁইয়া বক্তব্য রাখেন।