ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত এ নির্বাচনি জনসভা প্রধান অতিথির ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Published : 01 Jan 2024, 01:15 PM
সিলেট, রংপুর, বরিশাল, গোপালগঞ্জের পর এবার ঢাকায় নির্বাচনি জনসভা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, রঙিন টি শার্ট আর ক্যাপ পরে দলে দলে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন কলাবাগান মাঠে।
ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নৌকার জনসভায় যোগ দিতে যাচ্ছেন নেতাকর্মীরা। মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছেন মিছিলে।
ঢাকার বিভিন্ন আসনে দলীয় প্রার্থীদের কর্মী-সমর্থকরা ঢাক ঢোল বাজিয়ে, নৌকার পক্ষে স্লোগান দিতে দিতে জনসভায় আসছেন। তাদের হাতে দেখা যাচ্ছে প্রার্থীর ছবি সংবলিত ফেস্টুন।
সোমবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত এ নির্বাচনি জনসভা প্রধান অতিথির ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টা থেকে জনসভার আনুষ্ঠানিক শুরু হবে।
আওয়ামী লীগের জনসভাকে কেন্দ্র করে কলাবাগান মাঠসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জনসভাস্থলে রাখা হয়েছে ভ্রাম্যমাণ টয়লেট ও পানির গাড়ি।
মিছিলের কারণে ধানমন্ডি ২৭ নাম্বার রোড থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত সড়কে কোনো গাড়ি যাওয়া আসা করতে পারছে না।
এর আগে বৃহস্পতিবার বিকালে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে আওয়ামী লীগকে এ জনসভা করার অনুমতি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন এবং নির্বাচন কমিশন নির্দেশনা অনুসরণের শর্তে কলাবাগান মাঠে এ নির্বাচনি জনসভা অনুষ্ঠানের বিষয়ে অনাপত্তি জানানো হল।