জাফরুল্লাহ চৌধুরীকে ‘দেশপ্রেমিক ও বাঙালির সূর্য সন্তান’ হিসেবে বর্ণনা করেন গণফোরাম সভাপতি।
Published : 12 Apr 2023, 06:10 PM
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণফোরামের সভাপতি কামাল হোসেন।
বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, “ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। তিনি আজীবন গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন।”
বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ‘দেশপ্রেমিক ও বাঙালির জাতীয় সূর্য সন্তান’ হিসেবে বর্ণনা করেন কামাল।
অসুস্থতা নিয়ে ঢাকার ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি ছিলেন জাফরুল্লাহ। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর।
বঙ্গবন্ধুর সংস্পর্শ পাওয়া জাফরুল্লাহ রাজনৈতিক অঙ্গনে নানা ভূমিকা রেখে চলছিলেন। তবে এই সময়ে আওয়ামী লীগ সরকারের সমালোচক হিসেবে পরিচিতি গড়ে উঠেছিল তার।
২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে ড. কামালের নেতৃত্বেই বিএনপিসহ আওয়ামী লীগবিরোধী দলগুলোকে এক মঞ্চে এনে ঐক্যফ্রন্ট গড়তে ভূমিকা রেখেছিলেন জাফরুল্লাহ চৌধুরী।
আরও পড়ুন