সকাল ১০টার দিকে স্টেডিয়ামের পাশে (পাতাল মার্কেট সংলগ্ন) ‘বাহন পরিবহন’ এর বাসে আগুন দেওয়া হয়।
Published : 12 Dec 2023, 10:42 AM
বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধের প্রথম দিন রাজধানীর গুলিস্তানে দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে স্টেডিয়ামের পাশে (পাতাল মার্কেট সংলগ্ন) ‘বাহন পরিবহন’ এর বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
এরপার বেলা সোয়া ১২ টার দিকে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এই বাসের আগুনও নেভায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট। এখানেও কেউ হতাহত হয়নি।
গত ২৮ অক্টোবর নয়া পল্টনে মহাসমাবেশ সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যাওয়ার পর থেকে বিএনপি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে এর আগে ১০ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় ৪ দিন হরতাল করেছে বিএনপি।
বেশিরভাগ অবরোধ ৪৮ ঘণ্টার হলেও এবার দলটি ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে, যেটি মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
এই অবরোধ শুরুর আগেরদিন সোমবার বিকাল সাড়ে ৩টা দিকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
হরতাল-অবরোধ কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশে এ পর্যন্ত ২৬৩টি যানবাহনে আগুন দেওয়ার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: