দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এর আগে নির্বাচনে অংশ নেওয়ার কারণে কয়েক দফায় বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়।
Published : 05 Dec 2023, 10:38 PM
দলীয় শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগে বারেকগঞ্জের স্থানীয় তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যায় দলের সহ দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- বরিশাল জেলা বিএনপির সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম মোল্লা, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ লিটন ও কালিগঞ্জের বিএনপি কর্মী হেমায়েত মৃধা।
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এর আগে নির্বাচনে অংশ নেওয়ার কারণে কয়েক দফায় বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। যে কারণে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গেল অভিযোগে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আব্দুল জলিল মিয়াজী ও জাকির হোসেন কবির নামে দুই কর্মীকে বহিষ্কার করে ভোট বর্জনের আন্দোলনে থাকা বিএনপি।