“শেখ হাসিনা তার পিতার মতোই গণমানুষের নেতা,” বলেন রাষ্ট্রপতি।
Published : 09 Dec 2023, 04:39 PM
জীবনের ছিয়াত্তর বছর অতিক্রম করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; যার জন্মদিনকে বাংলাদেশের জন্য এক ‘ঐতিহাসিক ঘটনা’ হিসেবে দেখছেন আওয়ামী লীগের নেতারা।
বৃহস্পতিবার নানা আঙ্গিকে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মোট ১,১৩৭টি ভিডিও সোশাল মিডিয়ায় তোলা হয়েছে বলে বাসস জানিয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্ধৃত করে বাসস জানিয়েছে, শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা।
তিনি বলেন, “বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার রোল মডেল। শেখ হাসিনা আমাদের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল। তিনি নিজে যা অর্জন করেছেন, তা নজিরবিহীন। বিশ্ব দরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন। তার জন্মদিন পালন না করলে আমরা জাতির কাছে অকৃতজ্ঞ থেকে যাব।”
গত কয়েক বছরের মতো জন্মদিনে এবারও বিদেশে রয়েছেন শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রে তিনি। দেশে থাকলেও সাধারণত জন্মদিন ঘটা করে পালন করেন না আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তবে তার দলের নেতা-কর্মীরা নানা আয়োজনে তা পালন করে থাকেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বাসসকে বলেন, “আমরা যেমন বলি বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। তেমনই শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের কাজ জাতি চোখে দেখত না।”
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুননেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। ছাত্রজীবনেই রাজনীতিতে হাতেখড়ি নেওয়া শেখ হাসিনা পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিপদসঙ্কুল পথ পাড়ি দিয়ে আওয়ামী লীগের হাল ধরেন, এখনও দলের সভাপতির আসনে রয়েছেন তিনি। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর পদে থাকা শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন।
তা স্মরণ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠবে উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’।
জন্মদিনে সরকার প্রধানকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপ্রধান এক বাণীতে শেখ হাসিনা বলেন, “শেখ হাসিনা তার পিতার মতোই গণমানুষের নেতা। রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে শুধু দেশেই নন, বহির্বিশ্বেও তিনি অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
“আন্তর্জাতিক রাজনীতিতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদর্প বিচরণ দেশের সম্মান ও মর্যাদাকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)