সন্ধ্যায় স্বপনকে গ্রেপ্তারের পর এ সিদ্ধান্ত এলো।
Published : 02 Nov 2023, 11:05 PM
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার হওয়ায় সেলের সদস্য মওদুদ হোসেন আলমগীরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে স্বপনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও দুই পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।
নরসিংদীর জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন কারাগারে থাকায় ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে সরদার সাখাওয়াত হোসেন বকুলকে।
একইভাবে জেলার সদস্য সচিব মঞ্জুর ইলাহী কারাবন্দি থাকায় ভারপ্রাপ্ত দায়িত্বে থাকবেন যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী।