পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপির সমাবেশকে ঘিরে নাশকতা করতে এসেছিল; আর গ্রেপ্তারকৃতদের দাবি তারা সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে এসেছিল।
Published : 28 Oct 2023, 10:49 AM
বিএনপির মহাসমাবেশের আগের রাতে রাজধানীর কাকরাইল মোড়ের একটি ভবন থেকে 'নাশকতার অভিযোগে' অনন্ত দুইশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপির সমাবেশকে ঘিরে ‘নাশকতা’ করতে এসেছিল; আর গ্রেপ্তারদের দাবি, তারা সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে এসেছেন।
শনিবার মধ্যরাতে কিছু 'দুষ্কৃতি ওই ভবনে থাকার গোপন খবর পেয়ে’ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশের মতিঝিল বিভাগের (গোয়েন্দা) উপকমিশনার রাজীব আল মাসুদ জানান।
পুলিশের ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযানের সময় তারা (দুষ্কৃতিকারী) পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়, এ সময় দুইজন পুলিশ সদস্য আহত হয়।"
সেখান থেকে ককটেল, লাঠি ও লোহার রোড উদ্ধার করেছে পুলিশ।
উপকমিশনার মাসুদ বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নিজেদের বিএনপি নেতা- কর্মী দাবি করে বলেছে, তারা দেশের বিভিন্ন স্থান থেকে সমাবেশে যোগ দিতে এসেছিলেন।”
কাকরাইলের যে ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সেই ভবনটি বিএনপির একজন নেতার বলেও পুলিশের ভাষ্য।
গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে বলে উপকমিশনার মাসুদ জানান।