মির্জা আব্বাস কোথায়, সেই প্রশ্নে তার স্ত্রী বলেন, ‘‘গতকাল মহাসমাবেশের দিন সকাল বেলায়ই ও বাসা থেকে যে গিয়েছে, এরপর তো আর আসেনি।”
Published : 29 Oct 2023, 03:00 PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের খোঁজে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে বার বার বাসায় যাওয়া হচ্ছে জানিয়ে ‘নিরাপত্তাহীনতায়’ ভোগার কথা জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
রোববার দুপুরে শাহজাহানপুরের বাসায় সাংবাদিকদের ডেকে কথা বলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি।
পায়ের চোট পেয়ে ব্যান্ডেজ লাগানো আফরোজা হুইল চেয়ার চলাফেরা করেন। বাসার কলাপসিবল গেইটের ভেতর থেকে তিনি গণমাধ্যমর সঙ্গে কথা বলেন।
মহিলা দল নেত্রী বলেন, ‘‘গভীর রাত সাড়ে তিনটার দিকে একবার আসছিল, এখন আবার আসল। আমি ভয় পাচ্ছি।”
কেন ভয় পাচ্ছেন, সেই ব্যাখ্যায় তিনি বলেন, “আমার বাসায় আগে একবার হামলা হয়েছিল… সাদা পোশাকে সদস্যরা মানুষের ওপর হামলা করেছিল। কেউ তো বলতে পারিনি কারা এরা … প্রশাসনের লোক কি না যেমনটা ওই সময়ে হয়েছিল। ওই রকম পোশাক পরে তখন যুবলীগ হামলা করেছিল।
‘‘এখন সেই ভয়টা পাচ্ছি। যেজন্য আপনাদের ডাকা যে, যা কিছু আপনাদের সামনে হোক, অন্তত নিশ্চিন্ত হই সেই রকম হবে না।”
মির্জা আব্বাস বাসায় আছেন কি না এই প্রশ্নে আফরোজা বলেন, ‘‘গতকাল মহাসমাবেশের দিন সকাল বেলায়ই ও (মির্জা আব্বাস) বাসা থেকে যে গিয়েছে, এরপর তো আর আসেনি।”
শনিবার নয়া পল্টনে বিএনপির আলোচিত সেই সমাবেশ শেষ পর্যন্ত পণ্ড হয় সংঘর্ষে। সমাবেশস্থলের অদূতে কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর বিএনপি নেতারা হরতাল ঘোষণা করে নয়া পল্টন ছেড়ে যান। সেই সমাবেশে সভাপতি ছিলেন মির্জা আব্বাস।
সেই সংঘর্ষের মধ্যে ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে বেশ কিছু গাড়িতে, সংবাদকর্মীদের ওপর হামলা হয়েছে ব্যাপক। সাংবাদিকদের সংগঠন বিএফইউজের পক্ষ থেকে জানানো হয়, ৩০ জনেরও বেশি সাংবাদিককে পেটানো হয়েছে। তাদের অনেকে এখন হাসপাতালে ভর্তি।
হামলা হয়েছে প্রধান বিচারপতির বাসভবনেও। পিটিয়ে হত্যা করা হয়েছে এক পুলিশ সদস্যকে, যার জন্য ছাত্রদলের এক নেতাকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাদের কাছে ছবি আছে।
পুলিশের ওপর হামলার বেশ কয়েকটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে।
যুবদলের এক নেতারও মৃত্যু হয়েছে এদিন।
বিএনপি হরতাল ডাকার পর রাজধানীতে বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সকালে আটক করা হয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। দলটির জ্যেষ্ঠ নেতাদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এর মধ্যে বেশ কয়েকজন নেতার বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযানের খবর এসেছে।
আফরোজা আব্বাস বলেন, ‘‘এই কিছুক্ষণ আগে গণমাধ্যমের খবরে দেখলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ নেতাদের নাম শুনলাম। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়ে্ছে।”