বৃহস্পতিবার খন্দকার মোশাররফ হোসেনের মৃত্যুর গুজব সোশাল মিডিয়ায় ছড়ায়।
Published : 28 Jul 2023, 02:12 PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ‘বেঁচে নেই‘ বলে যে খবর সোশাল মিডিয়ায় ছড়িয়েছে, তা নেহাতই ‘গুজব’ বলে জানিয়েছে তার পরিবার।
সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন খন্দকার মোশাররফ হোসেন এখন ‘ভালো’ আছেন বলে জানিয়েছেন তারা।
সিঙ্গাপুর থেকে বিএনপির এই নেতার ছোট ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকে একটি মহল গুজব ছড়াচ্ছে। এটা ঠিক নয়। বাবা ভালো আছেন। তার চিকিৎসা চলছে।”
খন্দকার মোশাররফ নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন জানিয়ে মারুফ হোসেন বলেন, “মহাসমাবেশের সকল নেতা-কর্মীদের কাছে আব্বা দোয়া চেয়েছেন। দেশবাসীর মুক্তির জন্য তিনি মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করছেন।”
চিকিৎসার জন্য জুন মাসের শেষের দিকে সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ইউ শেন শাই‘র তত্বাবধায়নে চিকিতসা নিচ্ছেন তিনি।
বৃহস্পতিবার খন্দকার মোশাররফ হোসেনের মৃত্যুর একটি খবর সোশাল মিডিয়ায় ছড়ায়।
এ প্রসঙ্গে মারুফ বলেন, “এটা মিথ্যা অপপ্রচার ছাড়া কিছু নয়। অনেকে আমাদের কাছে টেলিফোন করে জানতে চাইছে। এই ধরনের মিথ্যা অপপ্রচার নিন্দনীয় বলে আমি মনে করি।
“দেশবাসী ও দলের নেতা-কর্মী-সমর্থকদের প্রতি অনুরোধ, গুজবে কান দেবেন না। আলহামদুলিল্লাহ আব্বা ভালো আছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে।”
গত ২৪ জুন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান সাবেক বিএনপি সরকারের স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ।
সিঙ্গাপুরে যাওয়ার আগে গত ১৬ জুন রাতে অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খন্দকার মোশাররফ।
সেখানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন ছিলেন। আট দিন চিকিৎসা শেষে গত ২৪ জুন গুলশানের বাসায় ফেরেন খন্দকার মোশাররফ।