‘‘বিপ্লবের পর কিছু সমস্যা থাকে৷ সেটা কাটিয়ে উঠতে হবে,” বিমানবন্দরে বলেন তিনি।
Published : 08 Sep 2024, 01:10 AM
স্বাস্থ্য পরীক্ষার শেষে সিঙ্গাপুর থেকে সস্ত্রীক ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাত ১০ টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফিরে আসার তথ্য দেন মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী।
গত ১ সেপ্টেম্বর রাতে বিএনপি মহাসচিব এবং এর আগে ২৭ অগাস্ট তার স্ত্রী রাহাত আরা বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। কারাগার থেকে ছাড়া পেয়ে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর থেকে প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।
বিমানবন্দরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘‘ছাত্র-জনতার বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তারা ভালোই করছেন। দ্রুত সময়ের মধ্যে তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন। অনেক সমস্যার সমাধানও করেছেন।
তিনি বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা দরকার। বিশেষ করে অর্থনীতিকে সমৃদ্ধ করতে গার্মেন্টসগুলোকে সচল রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
‘‘বিপ্লবের পর কিছু সমস্যা থাকে৷ সেটা কাটিয়ে উঠতে হবে।”