হাই কোর্টে সাবেরার তিন বছরের দণ্ড বহাল রেখে রায় দেয়।
Published : 14 Feb 2024, 11:21 AM
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দণ্ডিত বিএনপি নেতা আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে জামিন দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।
চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার সাবেরা আমানকে অন্তবর্তীকালীন জামিন দেন। সাবেরা আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ গত ৩০ মে এ মামলায় আমানের ১৩ বছর এবং সাবেরার তিন বছরের দণ্ড বহাল রেখে রায় দেয়। গত ৭ অগাস্ট সেই রায় প্রকাশ করা হয়। রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয় সেখানে।
সে অনুযায়ী রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সাবেরা আমান। ঢাকার বিশেষ জজ আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠান। এরপর মঙ্গলবার আপিলের আবেদন নিয়ে চেম্বার বিচারপতির আদালতে যান সাবেরার আইনজীবীরা, সেই সঙ্গে জামিনের আবেদন করেন।
২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছর এবং সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)