“সুষ্ঠু তদন্ত হচ্ছে না। ফায়ার বিগ্রেডও বলেছে, এটা শট সার্কিটে হতে পারে”, নিউ সুপার মার্কেটে আগুন নিয়ে বললেন বিএনপি মহাসচিব।
Published : 19 Apr 2023, 04:25 PM
বিএনপির বিরুদ্ধে ‘অগ্নিসন্ত্রাসের’ যে অভিযোগ বারবার আনে আওয়ামী লীগ, তার জবাব দিয়েছেন বিরোধী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি দাবি করেছেন, বিএনপি কখনও ‘অগ্নিসন্ত্রাস’ করেনি, বরং এর ‘হোতা’ আওয়ামী লীগ।
“আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধরনা দেয়”, মন্তব্য করে বিএনপি মহাসচিব এমনও বলেছেন, তারা কখনও বিদেশিদের কাছে ‘যান না’। আমন্ত্রণ করলে দেখা করেন।
বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল।
‘বিএনপি অগ্নিসন্ত্রাস শুরু করছে’ বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য রেখেছেন তার জবাবে বিএনপি মহাসচিব বলেন, “অগ্নিসন্ত্রাসের হোতা… জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ। আমরা কখনোই অগ্নি সন্ত্রাস করেনি। এই সন্ত্রাস তো তাদের (আওয়ামী লীগ) জিনের মধ্যে।
“আমি বার বার একটা কথা বলি যে, তাদের দুটো ব্যাপার- একটা সন্ত্রাস একটা দুর্নীতি। এটা ওদের বডি কেমিস্ট্রিতে আছে। এখান থেকে তারা বেরোতে পারে না। যখন ক্ষমতা পায় তখন সর্বগ্রাসী দুর্নীতি, সব কিছু লুট করে নিয়ে যাওয়া এবং বর্গীদের সঙ্গে আমি তুলনা করেছি…
“বর্গীরা যেমন আসে লুট করে নিয়ে চলে যায়, তেমনি ওরা ক্ষমতায় এসে লুট করে নিয়ে চলে যায়… এটা হচ্ছে আওয়ামী লীগ।”
২০১৩ থেকে ২০১৫ সালের আন্দোলনের সময় একের পর এক পেট্রোল বোমা হামলার জন্য বিএনপিকে দায়ী করে আসছে আওয়ামী লীগ। তখন থেকেই ‘আগুনসন্ত্রাস’ শব্দটির ব্যবহার শুরু। সেটি নতুন করে আবার সামনে এসেছে সাম্প্রতিক সময়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায়।
কেন এত আগুন লাগছে, এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্ন দেখা দিয়েছে, তা নিয়ে রাজনৈতিক বিতর্কও উঠছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির দিকে আর বিএনপির পক্ষ থেকে সরকারের দিকে আঙুল তোলা হচ্ছে। এখন আবার ‘অগ্নিসন্ত্রাস’ শব্দটি ব্যবহার করছে দুই পক্ষ।
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুনের ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “এই বিষয়ে সুষ্ঠু তদন্ত হচ্ছে না। ফায়ার বিগ্রেডও বলেছে, এটা শট সার্কিটে হতে পারে।… এখানে যারা দায়িত্বপ্রাপ্ত, তারা কথা বলার আগেই ‘তথাকথিত অবৈধ প্রধানমন্ত্রী’ বলে দিলেন এটাতে বিএনপি জড়িত আছে কিনা দেখতে হবে।
“এখন উনারা (আওয়ামী লীগ সাধারণ সম্পাদক) বলছেন, অগ্নিসন্ত্রাস করে বিএনপি। আরে অগ্নিসন্ত্রাসের হোতা আওয়ামী লীগ।”
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব গত সোমবার দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তগুলো তুলে ধরেন। তিনি জানান, বঙ্গবাজারসহ রাজধানীর বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ‘সরকারের ব্যর্থতা’কে দায়ী করে এক কঠোর সমালোচনা ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বিএনপির স্থায়ী কমিটি।
বিরোধী দলের প্রতি দোষারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ হিসেবেও বর্ণনা করা হয় বিএনপির শীর্ষ নেতাদের ওই বৈঠকে।
বিদেশিদের কাছে ধরনা ‘ওরা’ দেয়
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের পর ক্ষমতাসীন দলের পক্ষ থেকে মন্তব্য এসেছে, ‘বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বিএনপি।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফখরুল বলেন, “বিদেশিদের কাছে আমরা যাই না। তারা (যুক্তরাষ্ট্র দূতাবাস) আমাদেরকে ইনভাইট করেছে বলে আমি গিয়েছি। প্রত্যেকবার যতবার আমরা গেছি তাদের আমন্ত্রণে গেছি।
“আমাদের চাইতে একশ ভাগ বেশি তারা (আওয়ামী লীগ) গেছে, এখনও যাচ্ছে। সেইদিনও ওবায়দুল কাদের সাহেবে তাদের টিম নিয়ে আমেরিকান অ্যাম্বেসেডরের কাছে গিয়েছেন। তাহলে সেটা কী? ধরনা কে দিচ্ছে?
“মিলিয়ন মিলিয়ন, কোটি কোটি ডলারে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে… সবখানে গিয়ে তারা বলছে যে, ‘ভাই, এবারকার নির্বাচনটা আমাদেরকে করতে দাও, এভাবে করতে দাও যাতে আমাদের প্রতিপক্ষ কেউ না থাকে, যাতে করে আমরা আগের মতই ২০১৪ সাল এবং ২০১৮ সালের মত নির্বাচন করতে পারি।’
“তাই এ কথাগুলো (বিএনপি ধর্ণা দিচ্ছে) একেবারেই অবান্তর, এই কথাগুলোর কো্নো মূল্য নেই।”
বিএনপির সাবেক এমপির কারাদণ্ডের নিন্দা
২০০১ সালে সাতক্ষীরায় সে সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ওপর হামলার মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ চার জনের যাবজ্জীবন ও ৪৪ জনের সাত বছরের সাজা নিয়েও কথা বলেন ফখরুল।
তিনি বলেন, ‘‘এই সরকার নির্বাচনের পূর্বেই বিএনপিকে নেতৃত্বশূন্য করার জন্য মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার মধ্যে আছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাদেরকে আটকে রাখা।”
ঘটনার ২২ বছর পরে এই সাজাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, চক্রান্তমূলক, প্রতিহিংসামূলক ও ন্যায়বিচারের পরিপন্থি’ বলে আখ্যায়িত করেন বিএনপি মহাসচিব।
ফখরুল বলেন, ‘‘শুধু হাবিব সাহেব নয়। দেখবেন খুব দ্রুত বিএনপি ও বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দর অনেককেই এই ধরনের ‘মিথ্যা মামলায়’ সাজা দেবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে, মামলাগুলো খুব দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে।”
সংবাদ সম্মেলনে দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।