সাবেরা জামিন আবেদন করেছিলেন; তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার জজ আদালত।
Published : 06 Oct 2023, 03:23 PM
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে কারাগারে যেতে হচ্ছে।
তাকে তিন বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর উচ্চ আদালতের নির্দেশে রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
সাবেরা জামিন আবেদন করেছিলেন। তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার জজ আদালত।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান ও সাবেরার বিরুদ্ধে মামলাটি হয়েছিল ২০০৭ সালের ৬ মার্চ। জরুরি অবস্থার সময় দেওয়া রায়ে আমানকে ১৩ বছর ও সাবেরাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তাদের আপিলে হাই কোর্টে দুজনকেই খালাস দিয়েছিল ২০১০ সালে। তবে তার বিরুদ্ধে দুদক আপিল করলে চার বছর পর আপিল বিভাগ হাই কোর্টকে পুনঃশুনানি করার নির্দেশ দেয়। এরপর দেওয়া রায়ে দুজনের কারাদণ্ডই বহাল রাখা হয়।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid032PpvxRdBjQAVqc2RNxA1phvmAXwgp92w9r7j2jyfPyTtmQXXdXeJvoJ4GQRCrzPhl