ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান তিনি।
Published : 25 Oct 2024, 12:40 PM
একাত্তরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে সম্মত হননি বলে দাবি করেছেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার সকালে রাজধানীতে এক অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, আওয়ামী লীগ যাতে আর কখনো রাজনীতিতে ফিরতে না পারে, সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
জয়নুল আবদিন বলেন, “এই সিন্ডিকেটের দল, মাফিয়ার দল, লুটেরার দল যাতে আবার দাদার নামে, বাবার নামে রাজনীতিতে ফেরত না আসতে পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। এরা কোনোকালেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোক ছিল না। এদের ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার খায়েশ।”
১৯৭১ সালের ঘটনাপ্রবাহ তুলে ধরে তিনি দাবি করেন, “আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা শুনেছি তাজউদ্দিন আহমেদ সাহেব আপনার (শেখ মুজিবুর রহমান) কাছে গিয়ে বলেছিলেন, ‘আপনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করুন’। তিনি তাজউদ্দিনকে বলেছিলেন, ‘আমি কি পাকিস্তানের রাষ্ট্রদ্রোহ মামলার আসাসি হবো’?
“কী করে বলবেন, শেখ মুজিব বাংলাদেশের জাতির পিতা? কী করে শেখ হাসিনা বলে তার বাবার বাংলাদেশ? তিনি তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করতে সম্মতি দেননি।”
ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান তিনি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে প্রকাশিত সংবাদের তথ্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, “দিল্লির পার্কে ঘুরে বেড়ান বিশেষ সিকিউরিটি নিয়ে পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী। যিনি বাংলাদেশে ইলিয়াস আলীকে গুম করেছিলেন, যিনি বাংলাদেশে চৌধুরী আলমকে গুম করেছিলেন, যিনি অনেক বিরোধী নেতা-কর্মীদের গুম করেছিলেন, খুন করেছিলেন। সেই শেখ হাসিনা বিশেষ সিকিউরিটি নিয়ে দিল্লির একটি পার্কে ঘুরে বেড়ান।
“ভারত সরকার যারা গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে অহংকার করে কথা বলে, সেই দেশের রাজধানী দিল্লির একটি পার্কে ঘুরে বেড়ান তিনি। আমি আজকেই এই সভা থেকে দাবি করছি, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ব্যক্তিটির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি হয়েছে, সেই শেখ হাসিনাকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। আইনের আওতায় এনে তাকে সাজা দিতে হবে।”
‘আওয়ামী সিন্ডিকেটই দ্রব্যমূল্য বাড়াচ্ছে’
জয়নুল আবদিন ফারুক বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেটে এখনো আওয়ামী লীগের প্রেত্মাতারা জড়িত। যারা আলু সিন্ডিকেট করেছে, যারা পেঁয়াজ সিন্ডিকেট করেছে, যারা চিনি সিন্ডিকেট করেছে, যারা রোজার দিনে আমাদেরকে চিনি খেতে দেয়নি, তারা আবার কিন্তু সজাগ হয়ে ষড়যন্ত্র শুরু করেছে।
“তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতেই হবে। যত দেরি হবে তারা আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে। এদেরকে আইনের আওতায় এনে ওদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ দুই মাসেও প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাবেক বিরোধী দলীয় প্রধান হুইপ।
ঢাকাস্থ সেনবাগ ফোরামের সভাপতি এবিএম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিমের সঞ্চালনায় এই অবস্থান কর্মসূচিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মো. নেছারুল হক, কৃষক দলের সহসভাপতি ভিপি ইব্রাহিমসহ সেনবাগের নেতারা বক্তব্য রাখেন।