“আমরা তাদের বলেছি, যেসব সংস্কারে ঐকমত্য হবে না, সেগুলোর সিদ্ধান্ত সংসদে হবে।”
Published : 20 Mar 2025, 05:16 PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৈঠকে তাদের মধ্যে সংস্কার কমিশনের ঐকমত্য সৃষ্টির বিষয়েও আলোচনা হওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতারা।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় এক ঘণ্টা এ বৈঠক চলে।
সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে সংস্কার কমিশনের ঐকমত্য সৃষ্টির প্রচেষ্টার বিষয়েও।
“যেসব সংস্কার বিষয়ে ঐকমত্য হবে, সেগুলোর কাজ এগিয়ে যাবে। আর যেগুলোয় ঐকমত্য হবে না, সেগুলোর সিদ্ধান্ত নির্বাচিত সংসদের মাধ্যমে চূড়ান্ত হবে- আমরা এসব কথাও তাদের বলেছি।”