উকিল সাত্তার আবার শপথ নিলেন, সঙ্গী আরও ৫

বিএনপির পদত্যাগের ফলে শূন্য সংসদীয় আসনে উপ-নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে গেলেন ছয়জন।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2023, 12:29 PM
Updated : 8 Feb 2023, 12:29 PM

উপ-নির্বাচনে বিজয়ী উকিল আব্দুস সাত্তার ভূঞাসহ নবনির্বাচিত ছয়জন সংসদ সদস্য শপথ নিয়েছেন।

বুধবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উকিল সাত্তার ছাড়া বাকি পাঁচজন হলেন ঠাকুরগাঁও-৩ আসনের হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি), বগুড়া-৪ আসনের এ কে এম রেজাউল করিম তানসেন (জাসদ), বগুড়া-৬ আসনের রাগেবুল আহসান রিপু (আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মু জিয়াউর রহমান (আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. আব্দুল ওদুদ (আওয়ামী লীগ)।

বিএনপি সংসদ থেকে পদত্যাগ করায় পরবর্তী সংসদ নির্বাচনের এক বছর আগে এই ছয়টি আসনে উপনির্বাচন হল।

বিএনপির পদত্যাগী ছয়জন এমপির মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল সাত্তারও ছিলেন। তবে পদত্যাগের পর তিনি বিএনপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হয়ে পুনরায় সংসদে ফিরলেন।

Also Read: পদত্যাগী উকিল সাত্তার ফের সংসদে

Also Read: সরকার উকিল আব্দুস সাত্তারকে চাপ দিয়ে নির্বাচনে এনেছে: রুমিন ফারহানা

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, মো. মুজিবুল হক চুন্নু, শিরীন আখতার, ফখরুল ইমাম, সামিল উদ্দিন আহমেদ শিমুল, উম্মে ফাতেমা নাজমা বেগম ও ফেরদৌসী ইসলাম উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম নতুন এমপিদের শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ গ্রহণ শেষে নতুন সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

বিএনপির নারী সংসদ সদস্য রুমিন ফারহানাও পদত্যাগ করেছেন। তার ফলে শূন্য সংরক্ষিত একটি আসনের ভোট পরে করবে নির্বাচন কমিশন।

একাদশ সংসদে বর্তমানে ৩৫০ আসনের মধ্যে আওয়ামী লীগের ৩০৫ জন, জাতীয় পার্টির ২৭ জন, ওয়ার্কার্স পার্টি ৪ জন, জাসদের ৩ জন, বিকল্পধারার ২ জন, গণফোরামের ২ জন, তরিকত ফেডারেশনের ১ জন, জেপির ১ জন এবং স্বতন্ত্র ৪ সদস্য রয়েছেন।