যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো শেখ হাসিনাকে ‘জায়গা দিতে অনাগ্রহী’ বলে যে খবর এসেছে, তার মধ্যেই এমন তথ্য দিল নিউজ এইটিন।
Published : 06 Aug 2024, 10:10 PM
গণ আন্দোলনের মুখে পদত্যাগের পর ভারতে চলে যাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার খবর এসেছে ভারতীয় সংবাদমাধ্যমে।
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের সূত্রের বরাতে মঙ্গলবার ভারতের নিউজ এইটিন লিখেছে, পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো শেখ হাসিনাকে ‘জায়গা দিতে অনাগ্রহী’ বলে যে খবর এসেছে, তার মধ্যেই এমন তথ্য দিল নিউজ এইটিন।
এ বিষয়ে প্রশ্ন করলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের একজন মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুক্তরাষ্ট্রের আইনে ভিসার তথ্য গোপনীয়। সে কারণে স্বতন্ত্র ভিসার বিষয়ে আমরা কথা বলি না।”
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে সোমবার দুপুরে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি সামরিক বিমানে চড়ে ভারতে যান শেখ হাসিনা।
সোমবার ভারতের স্থানীয় সময় বিকাল ৫টা ৩৬ মিনিটে দিল্লির ৩১ কিলোমিটার দূরে হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনাকে বহনকারী বিমান।
বিমানঘাঁটিতে শেখ হাসিনাকে গ্রহণ করেন বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার অফিসার কমান্ডিং (এওসি) সঞ্জয় চোপড়া। সেখানে ভারতের বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় এয়ার কমান্ড চিফ এয়ার মার্শাল পিএম সিনহাও দেখা করেন শেখ হাসিনার সঙ্গে।
ভারতীয় সংবাদমাধ্যমে সোমবারই খবর আসে, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। অনুমতি মিললে সেখানেই তিনি যেতে চান।