একই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন কারাগারে।
Published : 15 Jan 2024, 06:38 PM
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ সোমবার তার জামিন মঞ্জুর করে।
মিন্টুর পক্ষে জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের দিন পুলিশের সঙ্গে দলটির কর্মীদের সংঘর্ষের মধ্যে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় হামলা হয়।
ওই ঘটনায় বিএনপির ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তার করা হয়।
তারা কেউ জামিন না পেলেও অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে আগাম জামিন দেয় হাই কোর্ট।
এছাড়া বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা ব্যারিস্টার শাহজাহান ওমর জজ আদালতেই জামিন পান।