সারাদেশে মহানগর ও জেলাগুলোতেও সমাবেশ হবে।
Published : 27 Apr 2023, 04:54 PM
আসছে মে দিবসে ঢাকার নয়া পল্টনে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা করবে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল।
বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য এবং শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “আগামী পহেলা মে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নয়া পল্টনে এই অফিসের সামনে বেলা আড়াইটায় শ্রমিক সমাবেশ ও র্যালি হবে। এই সমাবেশে ও র্যালিতে ঢাকা ও তার আশপাশের শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা অংশ নেবেন।”
এর বাইরে সারাদেশে মহানগর ও জেলায় শ্রমিক সমাবেশের নির্দেশ দেওয়া হয়েছে; এসব সমাবেশ থেকে শ্রমিকদের দাবি-দাওয়া তুলে ধরা হবে বলে জানান নজরুল ইসলাম খান।
এদিনের সংবাদ সম্মেলনে বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবদুস সালাম আজাদ, হুমায়ুন কবীর খান, ফিরোজ-উজ-জামান শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন সরকার উপস্থিত ছিলেন।