‘প্রতিক্রিয়াশীল’ বাজেট: বিএনপি
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2016 08:20 PM BdST Updated: 02 Jun 2016 08:20 PM BdST
-
রুহুল কবির রিজভী
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘প্রতিক্রিয়াশীল’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন।
নতুন অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার
বাজেট প্রস্তাব করেছেন তিনি।
সন্ধ্যায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এটি অত্যন্ত প্রতিক্রিয়াশীল বাজেট, যেটি অর্থমন্ত্রী পেশ করেছেন। গণধিকৃত কোনও গোষ্ঠী কখনই জনগণের ইচ্ছার সাথে সর্ম্পকযুক্ত হয়ে বাজেট দিতে পারবে না।
“যার কারণে এতে বিনিয়োগের কোনও দিক নির্দেশনা নেই। কোটি কোটি শিক্ষিত বেকার, সেই বেকারত্বের বিষয়ে এই বাজেটে কোনও ফোকাস নেই।”
রিজভী বলেন, “যে সরকার বাজেট দিচ্ছে, এই সরকারের কোনো বৈধ্যতা নেই, তারা ভোটারবিহীন সরকার। যে সংসদে বাজেট উপস্থাপন করা হচ্ছে, সেই সংসদের প্রতিনিধিরা ভোটারবিহীন। তাদের প্রতি জনগণের কোনো ম্যান্ডেট নেই।
“তাদের দেওয়া বাজেটের মধ্যে জনগণের কোনো চাহিদা প্রতিধ্বনিত হবে না। সুতরাং আমরা এই বাজেট প্রত্যাখান করি।”
বর্তমান সরকারকে ‘লুটেরা’ আখ্যায়িত করে তিনি বলেন, “কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা শাহজাহানের একটি চরণ আছে- ‘এক হাটে লও বোঝা শূন্য করে দাও অন্য হাটে।’ আওয়ামী লীগের এর আগের যত বাজেট পেশ করা হয়েছে এবং বাজেটের পরিপ্রেক্ষিতে তাদের যে রাষ্ট্র পরিচালনা, উন্নয়ন সবই হচ্ছে- ‘এক হাটে লও বোঝা আর ভরে ফেলো নিজেদের হাটে’- অর্থাৎ নিজেদের গৃহে। এটাই হচ্ছে তাদের নীতি, তাদের উন্নয়নের নীতি।”
দলের জ্যেষ্ঠ নেতারা প্রস্তাবিত বাজেট বিস্তারিতভাবে পর্যালোচনা করে পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলেও জানান রিজভী।
-
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান কাদেরের
-
ফেইসবুক লাইভ করা নিয়ে নূরের বিরুদ্ধে মামলা
-
বিএনপির থলের বিড়াল বেরিয়ে এসেছে: নাছিম
-
বাঁশখালী সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত চায় জাপা
-
ইলিয়াস আলীকে নিয়ে বক্তব্য ‘বিকৃতির’ অভিযোগ মির্জা আব্বাসের
-
খালেদার অবস্থা ‘স্থিতিশীল’
-
ইলিয়াসকে ‘গুমে বিএনপির কেউ’, ইঙ্গিত মির্জা আব্বাসের
-
হেফাজত নেতা জুনায়েদ ও জালাল গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- মামুনুল গ্রেপ্তার
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- করোনাভাইরাস: দেশে একদিনে রেকর্ড ১০২ মৃত্যু
- কোভিড-১৯: চলে গেলেন অভিনয়শিল্পী এস এম মহসীন
- ম্যানসিটির ‘কোয়াড্রপল’ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে চেলসি
- কী ঘটেছে বাঁশখালীতে?