
‘প্রতিক্রিয়াশীল’ বাজেট: বিএনপি
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2016 08:20 PM BdST Updated: 02 Jun 2016 08:20 PM BdST
-
রুহুল কবির রিজভী
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘প্রতিক্রিয়াশীল’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন।
নতুন অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার
বাজেট প্রস্তাব করেছেন তিনি।
সন্ধ্যায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এটি অত্যন্ত প্রতিক্রিয়াশীল বাজেট, যেটি অর্থমন্ত্রী পেশ করেছেন। গণধিকৃত কোনও গোষ্ঠী কখনই জনগণের ইচ্ছার সাথে সর্ম্পকযুক্ত হয়ে বাজেট দিতে পারবে না।
“যার কারণে এতে বিনিয়োগের কোনও দিক নির্দেশনা নেই। কোটি কোটি শিক্ষিত বেকার, সেই বেকারত্বের বিষয়ে এই বাজেটে কোনও ফোকাস নেই।”
রিজভী বলেন, “যে সরকার বাজেট দিচ্ছে, এই সরকারের কোনো বৈধ্যতা নেই, তারা ভোটারবিহীন সরকার। যে সংসদে বাজেট উপস্থাপন করা হচ্ছে, সেই সংসদের প্রতিনিধিরা ভোটারবিহীন। তাদের প্রতি জনগণের কোনো ম্যান্ডেট নেই।
“তাদের দেওয়া বাজেটের মধ্যে জনগণের কোনো চাহিদা প্রতিধ্বনিত হবে না। সুতরাং আমরা এই বাজেট প্রত্যাখান করি।”
বর্তমান সরকারকে ‘লুটেরা’ আখ্যায়িত করে তিনি বলেন, “কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা শাহজাহানের একটি চরণ আছে- ‘এক হাটে লও বোঝা শূন্য করে দাও অন্য হাটে।’ আওয়ামী লীগের এর আগের যত বাজেট পেশ করা হয়েছে এবং বাজেটের পরিপ্রেক্ষিতে তাদের যে রাষ্ট্র পরিচালনা, উন্নয়ন সবই হচ্ছে- ‘এক হাটে লও বোঝা আর ভরে ফেলো নিজেদের হাটে’- অর্থাৎ নিজেদের গৃহে। এটাই হচ্ছে তাদের নীতি, তাদের উন্নয়নের নীতি।”
দলের জ্যেষ্ঠ নেতারা প্রস্তাবিত বাজেট বিস্তারিতভাবে পর্যালোচনা করে পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলেও জানান রিজভী।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- চট্টগ্রাম উত্তর জেলা আ. লীগের নেতৃত্বে সালাম-আতাউর
- নিজেদের অতীত কি তারা দেখেন, প্রশ্ন ফখরুলের
- খালেদার মুক্তি দাবিতে রোববার বিক্ষোভ করবে বিএনপি
- এরশাদের পতনের দিনে ‘প্রকৃত গণতন্ত্রের’ কথা ভাই কাদেরের মুখে
- ডাক্তারদের ঘাড়ে কয়টা মাথা: ফখরুল
- আ. লীগের সভাপতি ছাড়া যে কোনো পদে পরিবর্তন আসতে পারে: কাদের
- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক নারী ঐক্যের মানববন্ধন
সর্বাধিক পঠিত
- হয়েই গেল বিয়ে
- নাসির-ইমরুলদের দেখে রোমাঞ্চিত নিক্সন
- কোহলি-রাহুলের ব্যাটে রানের পাহাড় টপকাল ভারত
- এসএ গেমস: নেপালকে হারিয়ে সোনার লড়াইয়ে শান্ত-আফিফরা
- রুম্পার মৃত্যু ঘিরে রহস্য কাটেনি
- তারাগঞ্জে হচ্ছে দেশের ‘সবচেয়ে বড়’ জুতার কারখানা
- রুম্পার বন্ধু সৈকত আটক
- মস্তানি করে নেতা হওয়ার দিন শেষ: কাদের
- এক অংকে পঞ্চগড়ের তাপমাত্রা
- চেয়ার ছোড়াছুড়িতে শুরু চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন