‘প্রতিক্রিয়াশীল’ বাজেট: বিএনপি
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2016 08:20 PM BdST Updated: 02 Jun 2016 08:20 PM BdST
-
রুহুল কবির রিজভী
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘প্রতিক্রিয়াশীল’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন।
নতুন অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার
বাজেট প্রস্তাব করেছেন তিনি।
সন্ধ্যায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এটি অত্যন্ত প্রতিক্রিয়াশীল বাজেট, যেটি অর্থমন্ত্রী পেশ করেছেন। গণধিকৃত কোনও গোষ্ঠী কখনই জনগণের ইচ্ছার সাথে সর্ম্পকযুক্ত হয়ে বাজেট দিতে পারবে না।
“যার কারণে এতে বিনিয়োগের কোনও দিক নির্দেশনা নেই। কোটি কোটি শিক্ষিত বেকার, সেই বেকারত্বের বিষয়ে এই বাজেটে কোনও ফোকাস নেই।”
রিজভী বলেন, “যে সরকার বাজেট দিচ্ছে, এই সরকারের কোনো বৈধ্যতা নেই, তারা ভোটারবিহীন সরকার। যে সংসদে বাজেট উপস্থাপন করা হচ্ছে, সেই সংসদের প্রতিনিধিরা ভোটারবিহীন। তাদের প্রতি জনগণের কোনো ম্যান্ডেট নেই।
“তাদের দেওয়া বাজেটের মধ্যে জনগণের কোনো চাহিদা প্রতিধ্বনিত হবে না। সুতরাং আমরা এই বাজেট প্রত্যাখান করি।”
বর্তমান সরকারকে ‘লুটেরা’ আখ্যায়িত করে তিনি বলেন, “কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা শাহজাহানের একটি চরণ আছে- ‘এক হাটে লও বোঝা শূন্য করে দাও অন্য হাটে।’ আওয়ামী লীগের এর আগের যত বাজেট পেশ করা হয়েছে এবং বাজেটের পরিপ্রেক্ষিতে তাদের যে রাষ্ট্র পরিচালনা, উন্নয়ন সবই হচ্ছে- ‘এক হাটে লও বোঝা আর ভরে ফেলো নিজেদের হাটে’- অর্থাৎ নিজেদের গৃহে। এটাই হচ্ছে তাদের নীতি, তাদের উন্নয়নের নীতি।”
দলের জ্যেষ্ঠ নেতারা প্রস্তাবিত বাজেট বিস্তারিতভাবে পর্যালোচনা করে পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলেও জানান রিজভী।
-
প্রথম আইনপ্রণেতা হিসেবে টিকা নিলেন প্রতিমন্ত্রী পলক
-
‘ভালো লাগে না’ রোগে ভুগছেন তারা: প্রধানমন্ত্রী
-
কর্মজীবনের কর্মশালায় ‘দারুণ সাড়া’
-
নির্বাচনের মাঠে ছিল না বিএনপি: হাছান মাহমুদ
-
চট্টগ্রামের ভোট নিয়ে ইসিতে আ. লীগের নালিশ
-
চট্টগ্রামের সিটি ভোট চূড়ান্ত তামাশা: রিজভী
-
চট্টগ্রামের ভোটের উত্তাপ সংসদে
-
ঐক্যবদ্ধ না হলে আন্দোলনে সফল হবে না: গয়েশ্বর
-
‘মানুষ রাজনীতিকদের এখন বিশ্বাস করে না’
-
ক্ষমতাসীনদের ‘অঙ্গ সংগঠন’ হয়ে গেছে নির্বাচন কমিশন: ফখরুল
-
এখন টিকা নিয়ে দুর্নীতি হচ্ছে: ফখরুল
-
বিএনপি যত সমালোচনাই করুক, মানুষের মন জয় করতে পারেনি: কাদের
-
চট্টগ্রামে ভোটের হার কেন কম, নিজের ধারণা বললেন হাছান
-
টিকা নেওয়া প্রথম আইনপ্রণেতা পলক বললেন, ‘অপপ্রচারে কান দেবেন না’
সর্বাধিক পঠিত
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- ইচ্ছে হচ্ছে আমরাও গিয়ে নিয়ে আসি: প্রধানমন্ত্রী
- ফাওয়াদের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের লিড
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- শীর্ষ পাঁচ চিন্তাও করতে পারেননি মিরাজ
- পান্তের পথে হেঁটে বাংলাদেশে সাফল্যের খোঁজে ব্ল্যাকউড