মারামারির ঘটনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি।
Published : 12 Jan 2025, 12:19 AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘হাতাহাতি’ হওয়ার তথ্য দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহিদ আহসান।
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনটির এই নেতা বলছেন, মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি দেওয়া হয়েছিল, তাতে পদ না পাওয়া কয়েকজনের সঙ্গে এই হাতাহাতি হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থান রাজধানীর বাংলামোটরে রূপায়ণ সেন্টারে। সেখানেই শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে।
জাহিদ আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার মিরপুরের সাত থানা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়া হয়। ওই এলাকার কয়েকজন এ কমিটিতে থাকতে চেয়েছিলেন। কিন্তু নানা অভিযোগ থাকায় তাদের কমিটিতে রাখা হয়নি।
“শুক্রবার রাতে তাদের কয়েকজন আমাদের কার্যালয়ে এসে কমিটিতে রাখতে চাপ সৃষ্টি করেন। তারা কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে বিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়।“
এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন দাবি করে তিনি বলেন, “তারা বিএসএমএমইউ (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।”
‘হতাহাতির’ ঘটনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। এর কারণ জানতে চাইলে জাহিদ বলেন, “আসলে হাতাহাতির ঘটনার পর তারা চলে গিয়েছিল। তাই পুলিশকে জানানোর প্রয়োজন পড়েনি।”
ওই ঘটনার পর কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। শনিবার দুপুরেও কার্যালয়টি বন্ধ পাওয়া যায়। তবে বিকাল থেকে কার্যালয় খোলা রয়েছে বলে দাবি করেন জাহিদ আহসান।
পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রকম একটা ঘটনার কথা শুনেছি। তবে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।”