“আগামী সংসদটা হবে সংস্কার পরিষদ। যেখানে সংস্কারটা সম্পন্ন হবে জণগণের ম্যান্ডেট নিয়ে,” বলেন তিনি।
Published : 26 Mar 2025, 06:39 PM
নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া দেশের সংবিধান সংস্কার করা কঠিন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি৷
বুধবার ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।
সাকি বলেন, “সংস্কারের যে সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে সেগুলো নির্বাচনের আগেই নির্বাহী আদেশে বাস্তবায়ন সম্ভব করা।
“তবে সাংবিধানিক সংস্কারগুলো নির্বাচিত প্রতিনিধিদেরই করতে হবে।”
রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত কমিশনগুলোর সুপারিশের বিষয়ে গণসংহতি আন্দোলন মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের নিজেদের মতামত দিয়েছে। দলটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ নির্বাচনের প্রস্তাব দিয়েছে।
সে বিষয় আবার তুলে ধরে গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “নির্বাচিত জনপ্রতিনিধিরা ছাড়া সংবিধান পরিবর্তন করা তো আসলে কঠিন। আগামী সংসদটা হবে সংস্কার পরিষদ। যেখানে সংস্কারটা সম্পন্ন হবে জণগণের ম্যান্ডেট নিয়ে।”
গত অক্টোবরে প্রথম ধাপে অন্তর্বর্তা সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করে। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি কমিশনগুলোর সুপারিশ প্রকাশ করা হয়।
সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রের মূলনীতি হবে পাঁচটি। সেগুলো হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র।
বর্তমান বাংলাদেশ সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে ‘জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ রয়েছে।
আর বাংলাদেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
রাষ্ট্র সংস্কার প্রশ্নে মতামত নেওয়ার পাশাপাশি সংস্কার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
ইতোমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আলোচনা করেছে কমিশন। ঈদের পরে বাকি দলগুলোর সঙ্গে সংলাপের কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মাদ ইউনূসের আভাস অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলেও সংস্কারের জন্য যথেষ্ট সময় রয়েছে বলে মনে করছেন জুনায়েদ সাকি।
এদিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নতুন আশা আকাঙ্ক্ষার জন্ম দিলেও অনেককে নানাভাবে হামলা, সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজির দিকে ফিরে যেতে দেখছেন তারা।
“আমরা তাদেরকে আজকের এই মহান স্বাধীনতা দিবসে হুঁশিয়ার করে দিতে চাই, এই স্বাধীন বাংলাদেশে, ২৪ পরবর্তী বাংলাদেশে- এসব কাজে যারা লিপ্ত হতে চাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তা করতে দেবে না।”
শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের ‘অলিখিত অঙ্গরাজ্যে’ পরিণত করেছিল দাবি করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান বলেন, “বাংলাদেশের যে একটা স্বাধীন সার্বভৌমত্ব সেটা ভারতের কাছে বিকিয়ে দেওয়া হয়েছিল।”