প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কিনে ঢাকায় ন্যায্যমূল্যে তা বিক্রি শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
একই সঙ্গে সারাদেশে ছাত্রলীগ কর্মীদের এই কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছেন সংগঠনটি।
মঙ্গলবার বিকালে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সকালে রাজধানীর মিরপুর আনসার ক্যাম্পে ন্যায্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম উদ্বোধন করে আওয়ামী লীগের তিন সংগঠন- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি রাজধানীর পলাশী মোড় ও মহাখালীতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করে। একইসঙ্গে সংগঠনটির ঢাকা বিভিন্ন ইউনিটও এ কার্যক্রম শুরু করে।
ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রতিটি জেলা, নগর, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করা হবে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের কর্মীরা পাড়া-মহল্লায় এবং শহর-গ্রামের প্রতিটি মোড়ে সবজি বিক্রি করবেন।