খালেদা জিয়ার ছোট ছেলে কোকো স্ত্রী-সন্তানদের নিয়ে মালয়েশিয়ায় থাকা অবস্থায় প্রায় এক দশক আগে মারা যান।
Published : 28 Jan 2024, 03:23 PM
হাসপাতালে চিকিৎসাধীন শ্বাশুড়ির সঙ্গে থাকতে ঢাকায় এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। লন্ডন থেকে রওনা হয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।
গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, লিভার জটিলতা, ডায়াবেটিস, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন।
খালেদা জিয়ার ছোট ছেলে কোকো স্ত্রী-সন্তানদের নিয়ে মালয়েশিয়ায় থাকা অবস্থায় প্রায় এক দশক আগে মারা যান। তারপর থেকে সিঁথি সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন। সেখানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সপরিবারে ‘রাজনৈতিক আশ্রয়ে’ রয়েছেন।
সিঁথি মাঝে-মধ্যে বাংলাদেশে এসে শাশুড়িকে সঙ্গ দেন। সর্বশেষ গত ২২ মার্চ দুই মেয়েকে নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি, ছিলেন গুলশানে খাদো জিয়ার বাসা ফিরোজায়। দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর এই বাড়িতেই থাকছেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)