সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “রাজনীতিতে বিভাজন সৃষ্টি না করে সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিন।”
Published : 24 Feb 2025, 06:43 PM
দেশের আইনশৃংখলা পরিস্থিতি স্মরণকালের সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার দুপুরে দলের বনানী কার্যালয় মিলনায়তনে নিজের ৭৭তম জন্মদিনের অনুষ্ঠানে কাদের বলেন, “মারাত্মকভাবে বিপর্যস্ত দেশের আইনশৃংখলা পরিস্থিতি। আইনশৃংখলার এত নাজুক অবস্থা স্মরণকালে নেই বললেই চলে। শুধু রাজধানী নয়, সারা দেশেই মানুষ আতংকে ঘুমাতে পারছে না। দেশ এখন চোর, ডাকাত আর ছিনতাইকারীর অভয়ারণ্য। দেশ যেন এক আতংকের রাজ্য।
“আমরা আগেও বলেছি, অপারেশন ডেভিল হান্ট বিরোধীমত দমনে পরিচালিত হচ্ছে। নিরাপরাধ মানুষদের ধরে অন্যায়ভাবে হত্যা মামলায় অভিযুক্ত করা হচ্ছে। তাদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে, আর অপরাধীরা বুক চিতিয়ে অপরাধ করে বেড়াচ্ছে।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “রাজনীতিতে বিভাজন সৃষ্টি না করে সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিন।”
সকাল থেকেই জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল, মিষ্টি ও কেক নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, নাসরিন জাহান রতনা, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আকতার, সৈয়দ দিদার বখত, লিয়াকত হোসেন খোকাসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা।