মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তারা চিকিৎসা নেবেন বলে জানান সোহেল।
Published : 14 May 2024, 09:09 PM
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা শাহজালাল আন্তজাতিক বিমান বন্দর ছাড়েন বলে জানান দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
তিনি বলেন, “আদালতের অনুমতি নিয়ে সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস সিঙ্গাপুর গেছেন। দুইজনই অসুস্থ। চিকিৎসার জন্য তারা সিঙ্গাপুরে গেছেন।”
মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তারা চিকিৎসা নেবেন বলে জানান সোহেল।
২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশ পণ্ড হওয়ার পর প্রায় সাড়ে তিন মাস কারাভোগ করেন মির্জা আব্বাস। জামিনে মুক্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
২০২৩ সালের ২৬ অগাস্ট চিকিৎসা নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
এর আগে ২০২২ সালের ২৪ মে স্ত্রী ও সন্তানকে নিয়ে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য যান তিনি।